করোনা মহামারীর জন্য ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা শুধুমাত্র গ্রুপভিত্তিক ৩ টি বিষয়ের ওপর হয়েছিলো। অন্য বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিং করে জেএসসি পরীক্ষা থেকে নেয়া হয়েছিলো। ফলে অনেকেই এসএসসিতে ৩ টি পরীক্ষায় এ প্লাস পেয়েও জিপিএ-৫ পাননি।অথচ অনেকেই শুধু এ গ্রেড পেয়েও জিপিএ-৫ পেয়েছেন। অর্থাৎ জেএসসি ফলকেই অনেকাংশে এসএসসির ফল হিসেবে ধরে নেয়া হয়েছে।
ফলে যাদের জেএসসির ফল খারাপ ছিলো তাদের অনেকেরই এসএসসিতে আশানুরূপ ফল হয়নি। কিন্তু মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ হিসেব করা হয়, জেএসসি পরীক্ষার নয়।
কিন্তু ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসিতে বসা ২০২১ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় জেএসসি পরীক্ষার ফলকে এসএসসি পরীক্ষার ফল হিসেবে বিবেচনা করায় অনেক শিক্ষার্থীর মেডিক্যাল ভর্তি পরীক্ষার নূন্যতম যোগ্যতা দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ-৯ হয়নি। তাই আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছে। ফলে আমরা চাই শুধুমাত্র এ বছরের জন্য মেডিক্যাল ভর্তি পরীক্ষার নূন্যতম যোগ্যতা জিপিএ-৯ এর পরিবর্তে জিপিএ-৮ করা হোক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
লেখক : ইত্তেসাফ লাবিব, ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থী