মেধাবী পড়ুয়াদের উপাচার্য করার ভাবনা পশ্চিমবঙ্গের রাজ্যপালের - দৈনিকশিক্ষা

মেধাবী পড়ুয়াদের উপাচার্য করার ভাবনা পশ্চিমবঙ্গের রাজ্যপালের

কলকাতা প্রতিনিধি |

মেধাবী পড়ুয়াদের উপাচার্য করার ভাবনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য সিভি আনন্দ বোস। গত বৃহষ্পতিবার কালিম্পংয়ে ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, দেশে প্রথমবার পড়ুয়া উপাচার্য করা হবে। উজ্জ্বল ও সেরা পড়ুয়াকে উপাচার্য করা হবে। তিনি হয়তো এখন গবেষণা করছেন। তবে অতি দ্রুত উপাচার্য হবেন। যা ভারতে প্রথম। সারা বিশ্বেও প্রথম হবে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপালের মধ্যে টানাপোড়েন চলছে। তবে সম্প্রতি আদালত জানিয়েছে, রাজ্যপালই উপাচার্য নিয়োগ করার অধিকারী। 

রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েনের আবহে রাজ্যপালের বক্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে শিক্ষাঙ্গনে দুর্নীতির প্রেক্ষাপটে রাজ্যপাল বলেছেন, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলাই এখন অগ্রাধিকার। আর তার জন্য যোগ্য ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করতে কোনো বাধা নেই। তার মতে, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি এবং হিংসামুক্ত সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেন উপস্থিত বহু ছাত্রছাত্রী।
 
তবে এই বিতর্কের আবহে শিক্ষামহলের একাংশ মনে করছেন, পড়ুয়াদের উৎসাহ দিতেই রাজ্যপাল সম্ভবত একথা বলেছেন। ভালো করে পড়াশোনা করলে আগামী দিনে উপাচার্যের চেয়ার পড়ুয়াদের জন্যও সংরক্ষিত থাকবে এই বার্তা দিতেই আলঙ্কারিক অর্থে ‘স্টুডেন্ট ভিসি’ নিয়োগের কথা বলেছেন তিনি।
 

তবে রাজ্যপালের পড়ুয়াদের উপাচার্য করার ভাবনা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উপাচার্য পদে নিয়োগের মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে। তাতে বলা আছে, যিনি উপাচার্য হবেন, তাঁর অন্তত দশ বছর অধ্যাপক হিসাবে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। 

আবার একাংশ বলেছেন, রাজ্যপাল উপাচার্য নিয়োগ করলে সেক্ষেত্রে ইউজিসির যোগ্যতামানকে মান্যতা না দিলেও চলবে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034949779510498