কিংবদন্তি ফুটবলার এডসন আরানতেস দো নাসিমেন্তো যিনি ফুটবল বিশ্বের কাছে পেলে নামে পরিচিত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। হাসপাতালে ছিলেন প্রায় এক মাস। ৮২ বছর বয়সে সর্বকালের সেরা খ্যাত ওই পেলে না ফেরার দেশে পাড়ি জমালেন।
তার মৃত্যুতে ফুটবল বিশ্ব শোকে স্তব্ধ। শুধু ব্রাজিলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা নন সারা বিশ্বের ফুটবলার, ভিন্ন অঙ্গনের খেলোয়াড়, রাজনীতিবিদ এবং ভক্তরা শোক প্রকাশ করেছেন। তার আত্মার শান্তি কামনা করেছেন।
ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র লিখেছেন, ‘পেলের আগে ফুটবল কেবল একটি খেলা ছিল। তিনি সবকিছু বদলে দিয়েছেন। ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গদের কণ্ঠ দিয়েছেন। এই রাজার জন্য ফুটবল এবং ব্রাজিল মর্যাদায় উন্নীত হয়েছে।’
কাতার বিশ্বকাপ জিতে সর্বকালের সেরার তালিকায় নাম তোলা লিওনেল মেসি তিন শব্দে পেলের প্রতি সম্মান জানিয়েছেন, ‘ওপারে শান্তিতে থাকুক, পেলে।’ তবে লিও তার ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন। একটি হাস্যোজ্জ্বল পেলে তার কাঁধে হাত দিয়ে রেখেছেন। আর হাসি মুখে তিনি ব্যালন ডি’অর হাতে। অন্যটি পেলে তাকে বুকে জড়িয়ে রেখেছেন। তৃতীয় ছবিটি, সতীর্থের কোলে চেপে এক হাত উচিয়ে পেলের বিখ্যাত সেই গোল উদযাপন।
কিংবদন্তি রোনালদো লিখেছেন, ‘পেলে চলে যাওয়ায় ব্রাজিলিয়ানদের প্রতি সমবেদনা। বিশেষ করে এডসন আরানতেস পরিবারের প্রতি। একটা গুড বাই লিখে শাশ্বত পেলেকে হারানোর ব্যথা বোঝানো যাবে না। কোটি মানুষের জন্য তিনি গতকাল, আজ পর্যন্ত উৎসাহ ছিলেন, আজীবন থাকবেন। তাকে ভুলে যাওয়া হবে না, তার স্মৃতি চিরন্তন থাকবে। শান্তিতে থেকো কিং পেলে।’
অনেককেই পেলের সঙ্গে তুলনা করা হয়েছে। ব্রাজিলের নেইমার-রদ্রিগোকে তার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু পেলে যার মধ্যে নিজের মিল পান সেই এমবাপ্পেও শোকে বিহ্বল, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে গেলেন, কিন্তু ফুটবলে তার অবদান কোনদিন মুছে যাবে না। শান্তিতে থেক ফুটবলের রাজা।’
ব্রাজিলের কাসেমিরো, অ্যান্তোনি, রদ্রিগোরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল, বর্তমান ইংলিশ ফুটবলার রাহিম র্স্টালিং, জেমি ভার্ডি শোক প্রকাশ করেছেন। তবে সাবেক জার্মানির ফুটবলার মেসুত ওজিলের মতো স্বর্গেও ফুটবল পায়ে পেলে থাকবেন অপ্রতিরোধ্য, ‘শান্তিতে থাকুন সর্বকালের সেরা পেলে। আপনার অবদান চিরঅম্লান থাকবে। আমি নিশ্চিত পেলে এবং ম্যারাডোনাকে নিয়ে গড়া হেভেন এফসি (স্বর্গের ফুটবল ক্লাব) হবে অপ্রতিরোধ্য।’
এছাড়া পেলের মৃত্যুতে তার ক্লাব সান্তোস শোক জানিয়েছে। সামাজিক মাধ্যমে শোক বার্তা জানিয়েছে, ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে ভিন্ন অঙ্গনের খেলোয়াড়রা শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার মৃত্যুতে শোক জানিয়েছেন।