পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছেন হাফিজুর রহমান নামে এক কলেজছাত্র। তবে, পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করেছে। রোববার বেলা ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা কলারোয়া সড়কের রামপুর মোড়ে এ ঘটনা ঘটে।
হাফিজুর রহমান কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হাফিজুর রহমান যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘটনার সকাল সাড়ে ১১টার দিকে নিজ মোটরসাইকেল (সাতক্ষীরা এ ১১-৫০১৩ নম্বর) চালিয়ে যশোরে যাচ্ছিল হাফিজুর।
হাফিজুরের অভিযোগ, পথিমধ্যে মণিরামপুরের রামপুর মোড় নামের স্থানে পৌঁছালে ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন তার গতিরোধ করে। এ সময় তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। এক পর্যায়ে পুলিশ অসৌজন্যমূলক আচারণ করেছে বলে অভিযোগ হাফিজুরের।
তিনি দাবি করেন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনি নিজ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ ব্যাপারে সার্জেন্ট কবির হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মোটারসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে।