দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : মোহাম্মদপুর মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপী মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার কলেজের নানক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক। কলেজের শিক্ষকরা ও অতিথিরা অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কলেজের প্রাক্তন ছাত্রী সুমাইয়া খাতুন, ঢাবি শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব ও স্বজন কাজী এ অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক পরামর্শ দেন ছাত্রীদের উদ্দেশে।
দুইদিনের অনুষ্ঠানে সুশিক্ষা, মূল্যবোধ, দেশপ্রেম নিয়ে আলোচনা হয়। মেডিক্যাল, ঢাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা যাতে করে ভর্তি হতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সব ছাত্রী যেনো এ প্রতিষ্ঠান থেকে মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে বেরিয়ে পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।