যবিপ্রবির প্রশাসনিক পদে ১৭ শিক্ষক - দৈনিকশিক্ষা

যবিপ্রবির প্রশাসনিক পদে ১৭ শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম, যবিপ্রবি |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে মোট ১৭ শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এম. এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও উপ/সহকারী পরিচালক, ও সহকারী হল প্রভোস্ট।

শনিবার (২৪ সেপ্টেম্বর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সকল বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।

যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের পরিচালক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। একই সাথে দুই ল্যাবের উপ-পরিচালক হয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আলাউদ্দীন।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান। একইসাথে ইনস্টিটিউটটির সহযোগী পরিচালকের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।

আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল। একইসাথে সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)  বিভাগের প্রভাষক এস. এম. আরিফুল হক এবং একই বিভাগের প্রভাষক যুবায়ের আল মাহমুদ।

একইসাথে যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু রাফে মোঃ জামিলকে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের সহকারী পরিচালক হিসেবে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি হলে সহকারী প্রভোস্ট হিসাবে কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন নিপা ও ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম ইসলাম নবনীকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া নবনির্মিত  মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হলে সহকারী প্রভোস্ট হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমেদ ও  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ারকে নিয়োগ দেয়া হয়েছে।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069608688354492