অন্যান্য দেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের জন্য কড়া আইন চালু করলো দেশটি। এখন থেকে আসলে কোনো বিদেশি শিক্ষার্থী স্ত্রী বা সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে পড়তে যেতে পারবেন না।
নতুন এ অভিবাসন আইনে বিদেশি শিক্ষার্থীদের উপর পরিবার নেয়ার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কারণ হিসাবে দেশটিতে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করেছে ব্রিটিশ সরকার।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ খবর জানায়।
মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রীদের বলেন, এই পদক্ষেপ অভিবাসন কমাতে সাহায্য করবে।
আনুষ্ঠানিক পরিসংখ্যানে বলা হয়েছে- এই বছর বৈধ অভিবাসন ৭ লাখের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর শুধুমাত্র শিক্ষার্থীদের পরিবারের সদস্যদেরই ১ লাখ ৩৫ হাজার ৭৮৮ টি ভিসা দেওয়া হয়েছে। যা ২০১৯ খ্রিষ্টাব্দের তুলনায় প্রায় ৯ গুণ।
এর আগে নেট মাইগ্রেশন প্রতিবছর ১ লাখের নীচে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু বারবার ব্যর্থ হওয়াতে ২০১৯ খ্রিষ্টাব্দে সেই লক্ষ্যমাত্রা তারা বাতিল করে দেয়।
ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, “আমরা অভিবাসন কমাতে পাড়ি, এ জন্য এই নিয়মে কড়াকড়ি আরোপের সময় এসেছে।“
তবে গবেষণা পর্যায়ের (পিএইচডি'র) ক্ষেত্রে আবার এই নিয়ম কার্যকর হবে না। উচ্চ পর্যায়ের শিক্ষার্থীরা, প্রচলিত নিয়মেই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে আসতে পারবেন।
তবে নতুন এ আইনটি নিয়ে বিভক্ত হয়ে গেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। ইউনিভার্সিটিজ ইউকে (ইউ ইউ কে) এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিয়ন এর প্রতিবাদ জানিয়েছে। এটিকে বৈষম্যমূলক বলে অভিহিত করছে।