যেভাবে ৪ হাজার কোটি টাকার সম্পত্তি খুইয়েছিলেন নিজাম মুকাররম জাহ - দৈনিকশিক্ষা

যেভাবে ৪ হাজার কোটি টাকার সম্পত্তি খুইয়েছিলেন নিজাম মুকাররম জাহ

দৈনিকশিক্ষা ডেস্ক |

হায়দরাবাদের অষ্টম ও শেষ নিজাম মুকাররম জাহ সুইজারল্যান্ডে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। সেটা আশির দশকের ঘটনা। সেই জ্যোতিষী ভবিষ্যতবাণী করেছিলেন যে মুকাররম জাহ “৮৬ বছর বয়সের আগে মারা যাবেন না।”

নিজাম তার জীবনীকার, খ্যাতনামা সাংবাদিক জন জুবরিস্কির সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন, “আমার দাদু মীর উসমান আলি খাঁ যদি চেন স্মোকার হওয়া সত্ত্বেও রোজ ১১ গ্রাম করে আফিম খেয়ে ৮০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারেন, তাহলে আমি নিশ্চিতভাবেই তার থেকে বেশি দিন বাঁচব।”

মুকাররম জাহ ২০২৩ খ্রিষ্টাব্দে যখন মারা যান, তার বয়স হয়েছিলেন ৮৯ বছর।

তুরস্কের আনাতোলিয়ায় একটা তিন কামরার ফ্ল্যাটে মৃত্যু হয় নিজামের। তার দেখা-শোনা করতেন একজন নার্স, একজন রাঁধুনি আর একজন পরিচারক।

শেষ নিজামের নানা ছিলেন শেষ খলিফা

তার প্রতিবেশীরাও জানত না যে নিজাম মুকাররম জাহের নানা ছিলেন অটোমান সাম্রাজ্যের শেষ ‘খলিফা’ দ্বিতীয় আব্দুল মজিদ।

‘খলিফা’কে যখন ১৯২৪ খ্রিষ্টাব্দে দেশ ছাড়তে হয়, তারপর তিনি সুইজারল্যান্ডে আশ্রয় নেন। তার একমাত্র কন্যা দুরুশেভরের সঙ্গে মুকাররম জাহের পিতা প্রিন্স আজমের বিবাহ হয়েছিল।

তবে তার পিতাকে নিজামের সিংহাসনে না বসিয়ে মীর উসমান আলি নাতি মুকাররম জাহকে নিজের উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছিলেন।

মুকাররম জাহ যখন ১৯৬৭ খ্রিষ্টাব্দে অষ্টম নিজাম হিসাবে সিংহাসনে আরোহন করেন, উত্তরাধিকার সূত্রে তিনি এক ডজনেরও বেশি প্রাসাদ, মুঘল আমলের শিল্পকর্ম, কয়েকশো কিলোগ্রাম সোনা-রূপার গহনা, হীরে আরও অজস্র অমূল্য ধনসম্পদ পেয়েছিলেন।

সেই সম্পত্তি থেকে চার হাজার কোটি টাকা তিনি উড়িয়ে দিয়েছিলেন।

৪,০০০ কোটি টাকা উড়িয়ে দেওয়ার ইতিহাস

মুকাররম জাহের জীবনীকার জন জুবরিস্কি তার বই ‘দা লাস্ট নিজাম: রাইজ এন্ড ফল অফ ইন্ডিয়াজ গ্রেটেস্ট প্রিন্সলি স্টেট’ – এ লিখেছেন, “মুকাররম খুব গর্বের সঙ্গে একটা কাহিনী বলতেন যে কীভাবে তার পূর্বপুরুষ, প্রথম নিজাম রাতের প্রহরীদের ঘুষ দিয়ে গোলকোন্ডা দুর্গ খুলিয়ে মুঘলদের দাক্ষিণাত্য বিজয়ে সাহায্য করেছিলেন।”

তারপরে উটের পিঠে চাপিয়ে সোনা-রূপা, হীরে জহরত ঔরঙ্গজেবের দরবারে পাঠানো হয়েছিল।

কিন্তু মুকাররম জাহ যখন মারা যান, তার আগে থেকেই নিজামের সম্পত্তি নিয়ে ডজন খানেক উত্তরাধিকারীদের মধ্যে আদালতে মামলা চলছিল। সেই সব মামলার শুনানি এখনও চলছে।

মুকাররম জাহের চার হাজার কোটি টাকা উড়িয়ে দেওয়ার কাহিনী বুঝতে হলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়।

৭ম নিজামের ছিল ২০০ স্ত্রী

তার দাদু মীর উসমান আলি নিজের ছেলে প্রিন্স আজমকে নিজাম না করে উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছিলেন নাতি মুকাররমকে।

মীর উসমান আলির জীবনীকার ডিএফ ক্রাকা ‘ফেবুলাস মুঘল’ বইতে লিখেছেন, “উসমান আলি খানের একটা প্রাসাদ ছিল কিং কোঠি নামে। ১৯২০ খ্রিষ্টাব্দে ওই প্রাসাদে তার ২০০ জন স্ত্রী থাকতেন, আর ১৯৬৭ খ্রিষ্টাব্দে তার মৃত্যুর সময়ে সংখ্যাটা কমতে কমতে ৪২ জনে এসে ঠেকেছিল।”

আবার জন জুবরিস্কিকে সাক্ষাতকার দেওয়ার সময়ে মুকাররম জাহ জানিয়েছিলেন যে তার দাদু মীর উসমান আলি প্রতি সন্ধ্যায় ওই প্রাসাদের বাগানে পৌঁছতেন। তার আগেই সব স্ত্রীরা সেখানে হাজির হয়ে যেতেন। যার কাঁধে সপ্তম নিজাম সাদা রুমাল রাখতেন,সেই স্ত্রীই হতেন সেরাতের শয্যাসঙ্গিনী। রাত নটায় মীর উসমান আলির শয়নকক্ষে পৌঁছে যেতেন সেই রাতের রাণী সাহেবা।

এরফলে মীর উসমান আলির সন্তান আর নাতি-নাতনীর সংখ্যা তার মৃত্যুর সময়েই হয়ে গিয়েছিল প্রায় একশো। আর ২০০৫ খ্রিষ্টাব্দে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ৫০০ ছাড়িয়ে যায়।

তারা প্রায় সকলে শেষ নিজাম মুকাররম জাহের বিরুদ্ধে সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে মামলা করেছেন। 

শেষ নিজামের প্রথম বিয়ে

১৯৫০ খ্রিষ্টাব্দে মীর উসমান আলির সম্পত্তি ছিল ১৩৫ কোটি টাকা। এরমধ্যে ৩৫ কোটি টাকা ছিল নগদ, হীরে জহরত ছিল পাঁচ কোটির আর প্রাসাদ এবং অন্যান্য সম্পত্তির পরিমাণও ছিল প্রায় একই।

নিজামের সম্পত্তি নিয়ে চলতে থাকা মামলার সময়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিভিন্ন সময়ে আদালতে যে হিসাব দিয়েছে, তাতে সর্বশেষ মূল্যায়ন করে দেখা গেছে এর পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা।

এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী মুকাররম জাহ লন্ডনের হ্যারো স্কুলে পড়তেন। তিনি তার এক বন্ধু রশিদ আলি খানকে বলেছিলেন, “আমি এক স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই। তাই আমার যত শখ আছে, সব পূরণ করতে চাই আমি।”

যুক্তরাজ্য আর ইউরোপে তিনি কখনও সেতু তৈরির প্রকৌশল শিখছেন, কখনও আবার ল্যান্ডমাইন বিছানো শিখছেন।

১৯৫৮ খ্রিষ্টাব্দে ইস্তানবুলে ছুটি কাটানোর সময়ে মুকাররম জাহের সঙ্গে পরিচয় হয় এসরা ভার্জিন নামে এক নারীর। তারা লন্ডনের কেনসিংটন কোর্টে সবার অজান্তে বিয়ে সেরে ফেলেছিলেন।

১৯৬৭ খ্রিষ্টাব্দে যখন সপ্তম নিজাম মীর উসমান আলির মৃত্যু হয়, সেদিন থেকেই মুকাররম জাহের সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নিজাম শাহীর বিপুল খরচ।

১৪,০০০ কর্মচারী

এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, “আমার দাদুর কর্মচারীর সংখ্যা ছিল ১৪,৭১৮। এছাড়াও তার ৪২ জন জীবিত স্ত্রী আর তাদের প্রায় ১০০ জন সন্তান-সন্ততি – সবার খরচের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে।”

“হায়দরাবাদের চৌমহল্লা প্যালেস পরিসরে ৬,০০০ কর্মচারী নিযুক্ত ছিল আর সব মহল মিলিয়ে প্রহরীই ছিল প্রায় ৫,০০০। নিজামের পাকশালায় প্রতিদিন প্রায় ২,০০০ মানুষের রান্না হত। কিছু কর্মচারী সেই খাবার লুকিয়ে বাইরের হোটেল রেস্তরাঁয় বিক্রি করে দিত,” বলেছিলেন মুকাররম জাহ।

নিজামের গ্যারেজে অনেকগুলো রোলস রয়েস গাড়ি ছিল। সব গাড়ির পেট্রলের বার্ষিক খরচই ছিল ৯০,০০০ ডলার।

সিংহাসনে আরোহণের পরের বছরই মুকাররম জাহ প্রথম ধাক্কা খেলেন, যখন অন্ধ্র প্রদেশ হাইকোর্ট রায় দিল যে সব সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে হবে।

ওই মামলাটা দায়ের করেছিলেন মুকাররম জাহের বোন শাহজাদী পাশা। তিনি ছিলেন অবিবাহিত।

দুবছরের মধ্যেই তার স্ত্রী এসরা এবং তাদের সন্তানরা যুক্তরাজ্যে ফিরে যান।

বহু বছর পরে তার প্রথম স্ত্রী এসরা মুকাররম জাহের জীবনীকার জন জুবরিস্কিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, “মুকাররমের ইচ্ছা ছিল হয় সেনাবাহিনীতে যোগ দেবেন, অথবা মোটর মেকানিক হবেন। তার ধারণা ছিল বিষয় সম্পত্তির ব্যাপারগুলো ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ওপরে ভরসা করে, তাদের পরামর্শ নিয়ে সামলে নেওয়া যাবে। তিনি এসব কাজের জন্য উপযুক্ত নন বলেই মনে করতেন মুকাররম।”

অস্ট্রেলিয়া পাড়ি দিলেন নিজাম

হায়দরাবাদে নিজাম মুকাররম জাহের হঠাৎ মনে পড়ল হ্যারো আর কেমব্রিজে তার সহপাঠী – বন্ধু জর্জ হাবডের কথা। তিনি সেসময়ে পশ্চিম অস্ট্রেলিয়াতে ডাক্তারি করেন। তার সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন নিজাম।

এখান থেকেই তার জীবন একটা নতুন মোড় নিল আর হায়দরাবাদে তার বিষয় সম্পত্তি দূরে চলে যেতে শুরু করল।

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের আশপাশটা নিজামের খুব পছন্দ হয়ে গেল। সেখানে একটা ফার্ম হাউস কিনে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে মুকাররম জাহ বলেছিলেন, “মার্চিসান নদীর নীল জল বয়ে যেত আমার ফার্মের মাঝ দিয়ে। আবার লাল স্যান্ডস্টোনের একটা টিলাও ছিল ফার্মের মধ্যেই। আমার ছোটবেলার কথা মনে পড়ত, যখন দাদুর সঙ্গে হায়দরাবাদের কাছেই পাহাড়-জঙ্গলে শিকারে যেতাম।”

সেই সময়েই মুকাররম হেলেন সিমেন্স নামে এক অস্ট্রেলীয় নারীকে বিয়ে করেন। তার এইডসে মৃত্যু হয়েছিল। ওই বিবাহে মুকাররমের দুটি সন্তান হয়েছিল। ছোট ছেলে প্রিন্স উমর জাহ মাত্রাতিরিক্ত মাদক সেবন করার ফলে মারা গিয়েছিলেন।

মুকাররম জাহের মন প্রাণ জুড়ে তখন অস্ট্রেলিয়ার সেই ফার্ম হাউস। পাঁচ হাজার একর জমির ওপরে তৈরি সেই ফার্ম হাউসের নাম ছিল মার্চিসন হাউস স্টেশন।

এর একদিকে পাহাড় আর গুহা, অন্যদিকে ভারত মহাসাগর।

এদিকে ভারতে তার বিষয় সম্পত্তি অন্যদের দখলে চলে যেতে শুরু করেছে। সম্পত্তি ভাগাভাগি হচ্ছে একদিকে আর মুকাররম জাহ অস্ট্রেলিয়াতে লাখ লাখ ডলারের সম্পত্তি কিনে চলেছেন।

সেসবের মধ্যে ছিল একটা জাহাজ, বিশ্বের সবথেকে বড় বুলডোজার, ল্যান্ডমাইন খুঁজে বের করার যন্ত্র আর একটা সোনার খনি।

অস্ট্রেলিয়া থেকে পালিয়ে তুরস্কে

তার জীবনীকার জন জুবরিস্কির মতে, “ক্রমবর্ধমান খরচের পরিমাণ সামাল দেওয়ার জন্য মুকাররম দামী হীরে জহরত নিয়ে গিয়ে সুইজারল্যান্ডে বিক্রি করছেন যাতে তার কর্মচারীদের বেতন অথবা দামী হোটেল খানাপিনার খরচ উঠে আসে। কিন্তু অস্ট্রেলিয়ায় তার খরচ দ্বিগুণ-তিনগুণ বেড়ে চলেছে। কিছু মানুষ তার অর্থ তছরুপ করতেও শুরু করেছে।”

একদিকে পাওনাদারদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন নিজাম, অন্যদিকে ভারত সরকার নিজাম ট্রাস্টের দামী গহনা আর অন্য সামগ্রী বিদেশে নিলামে চড়ানোর ওপরে নিষেধাজ্ঞা জারী – নিজাম ধীরে ধীরে ভেঙ্গে পড়ছিলেন।

১৯৯৬ খ্রিষ্টাব্দে তাকে অস্ট্রেলিয়া আর ইউরোপের জমি-সম্পত্তি প্রথমে বন্ধক রাখতে হল, আর তারপরে বিক্রি করে দিতে হল। সেই অর্থ দিয়ে পাওনাদারদের বকেয়া মেটাতে হল। তার জাহাজটা বাজেয়াপ্ত হয়ে গেল আর গাড়িগুলো আর সেই বৃহদাকার বুলডোজার নিলামে বিক্রি হয়ে গেল।

সেবছরই এক শুক্রবার নিজাম মুকাররম শাহ তার সচিবকে বললেন যে তিনি নামাজ পড়তে যাচ্ছেন।

তারপর থেকে তাকে আর অস্ট্রেলিয়াতে দেখা যায় নি।

তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে তুরস্কে চলে যান। সেখানেই আমৃত্যু ছিলেন তিনি।

নিজামের আক্ষেপ

আরও দুবার বিয়ে করেছিলেন শেষ নিজাম, যেগুলো খুব বেশিদিন টেঁকে নি।

ভারত সরকার ২০০২ খ্রিষ্টাব্দে নিজাম ট্রাস্টের কাছ থেকে নেওয়া গয়নার জন্য ২২ মিলিয়ন ডলার দিয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল বাজারের মূল্যের চারভাগের একভাগেরও কম।

মৃত্যুর পরে মুকাররম জাহকে হায়দরাবাদে এনে রাষ্ট্রীয় সম্মান দিয়ে কবর দেওয়া হয়। জীবিত অবস্থায় তিনি শেষবার হায়দরাবাদে এসেছিলেন ২০১২ খ্রিষ্টাব্দে।

তার কিছুদিন পরে জীবনীকার জন জুবরিস্কি নিজামকে প্রশ্ন করেছিলেন, জীবনে কোনও আক্ষেপ রয়েছে কী না।

আনাতোলিয়ার এক ক্যাফেতে টার্কিশ চা পান করতে করতে নিজাম মুকাররম জাহ বলেছিলেন, “হ্যাঁ, একটা আক্ষেপ আছে। যুক্তরাজ্যে আমার এক বন্ধু সন্ধান দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ভাঙ্গাচোরা ডুবোজাহাজের। সে জানতে চেয়েছিল যে আমার ওটা কেনার ইচ্ছা আছে কী না। আমি সম্মতি দেওয়াতে কথাবার্তা কিছুটা এগিয়েওছিল, কিন্তু কেনা আর হয় নি।”

সূত্র : বিবিসি বাংলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036880970001221