নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামকে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সিন্ডিকেট সভা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম বর্ষের এক শিক্ষার্থী অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। বিষয়টি যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি সুপারিশ করে অধিক তদন্তের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠায়। অধিক তদন্ত করে তিন মাসের মধ্যে যৌন নিপীড়নবিরোধী সেলকে প্রতিবেদন দিতে বলেছে সিন্ডিকেট। একই সঙ্গে তদন্ত চলাকালে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর প্রথম বর্ষের ওই শিক্ষার্থী ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।