দৈনিক শিক্ষাডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের মায়েদের সমন্বয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি রমেন্দ্রনাথ সরকার। এ সমাবেশে তিন শতাধিক শিক্ষার্থীর মা অংশগ্রহণ করেন।
মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সরোজ কান্তি বিশ্বাস খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান শেখ মঞ্জুর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক রবিন্দ্রনাথ দাস, অনুপম বিশ্বাস, প্রাক্তন প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক বনিতা হালদারসহ অনেকে।
আলোচকরা বলেন, মায়েরা সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব। একজন মা’ই পারেন একটি শিক্ষিত জাতি গঠনে বড় ভুমিকা রাখতে। সন্তানের পড়ালেখায় মায়েদের আারো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয় মা সমাবেশে। পাশাপাশি বাবাদেরও সচেতন হওয়ার কথা বলেন বক্তরা।