আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। রমজানে সরকারি অফিসে নতুন সময় সূচি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করতে। সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে রমজানে মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।