রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬৭ জন ইমারত পরিদর্শককে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর)সকাল ১০টায় রাজউকের মতিঝিল কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়।
ইমারত পরিদর্শকের সবাই তিন থেকে ৯ বছর একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন পদায়িত পরিদর্শকদের আগামী ৮ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করতে আদেশে বলা হয়েছে।
লটারির মাধ্যমে বদলি বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, তারা মনে করবেন, তাদের ইচ্ছাকৃত বদলি করা হয়নি। এর ফলে তারা কাজ একটু উৎসাহিত হবে। সব জোনে একই ধরনের কাজ থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে।
প্রচলিত অভিযোগের কথা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, অভিযোগ আছে, তিনি তো অমুক ক্ষমতাশালী ব্যক্তির তদবিরে এসেছেন। তিনি কী কাজ করবেন। সে কারণে আমরা দেখলাম এভাবে বদলি করা যায়, যেখানে সবাই সমান। এতে করে জনগণের কাছে বার্তা যাবে তিনি কারও লোক নন। আর আপনারাও (উপস্থিত সাংবাদিক) দেখলেন, এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হতে কোনও ধরনের তদবির লাগেনি।