রাজধানীর সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য সহোদর শিক্ষার্থীদের করা আবেদন নিষ্পত্তির সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকা ও অন্যান্য মহানগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহোদর শিক্ষার্থীদের ভর্তির আবেদন নিষ্পত্তির সময় দেয়া হয়েছিলো। সে সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সরকারি-বেসরকারি স্কুলে কোনো শিক্ষার্থীর সহোদর বা জমজ শিক্ষার্থী আগে থেকে অধ্যয়নরত থাকলে সেসব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি কমিটি আবেদন যাচাই বাছাই করে সহোদর শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবে বলে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালায় বলা হয়েছে। কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তান এ সুযোগ পাবেন। রাজধানী ঢাকার স্কুলগুলোতে এসব প্রার্থীদের ভর্তির আবেদন যাচাই বাছাইয়ে জন্য স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে তিন সদস্যের উপকমিটি গঠন করে দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ উপকমিটিকে সহোদর শিক্ষার্থীদের ভর্তির আবেদন যাচাই বাছাই করে তাদের ভর্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো।
গত ২১ ডিসেম্বর এসব নির্দেশনা দিয়ে জারি করা আদেশের অনুচ্ছেদ ২ এর ২.৬ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলেছিলো, প্রতিষ্ঠান প্রধানকে তাঁর প্রতিষ্ঠানে সহোদর বা যমজ ভাই-বোনের আবেদনগুলো নিষ্পত্তি করে ১৫ জানুয়ারির মধ্যে তালিকা করে ঢাকা মহানগরী ভর্তি কমিটির সভাপতিকে পাঠাতে হবে।
ঢাকা মহানগরীর ভর্তি কমিটির সভাপতির কাছে সহোদর শিক্ষার্থীদের ভর্তির আবেদন নিষ্পত্তি করে পাঠানোর সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, ২১ ডিসেম্বর জারি করা ওই আদেশের অনুচ্ছেদ ২ এর ২.৬ এ উল্লেখিত সহোদর-সহোদরা বা জমজ ভাই-বোনের ভর্তির আবেদন নিষ্পত্তির তারিখ ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।