ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে আব্দুল্লাহিল হাসানকে এই অব্যাহতি প্রদান করা হয়।
অফিস আদেশে বলা হয়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে কর্মরত প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসানের বিরুদ্ধে সাধারণ জনগণ এবং ছাত্রসমাজের অভিযোগ ও প্রতিবাদের প্রেক্ষিতে অত্র কলেজে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে উল্লিখিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো। অফিস আদেশের অনুলিপি কলেজের উপাধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, অভিযুক্ত সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসান ও কলেজের হিসাব শাখায় পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করায় রাজবাড়ীর ছাত্রসমাজ ও সাধারণ জনগণ শহরে আনন্দ মিছিল বের করে। এ সময় তারা পান্না চত্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে মহিলা কলেজের সামনে দিয়ে বড়পুল মোড় ঘুরে আবার মিছিলটি পান্না চত্বর এলাকায় আসে। এ সময় পান্না চত্বর এলাকায় তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করে।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহিল হাসানের নামে আমরা অনেক অভিযোগ পেয়েছিলাম। তিনি পরীক্ষার হলে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারসহ বিভিন্ন হয়রানিমূলক কার্যক্রম করতেন। এ ছাড়া তার নামে সুনির্দিষ্ট আরও কয়েকটি অভিযোগ আমরা পেয়েছিলাম। যার কারণে আমরা জেলার সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্রসমাজ ও সাধারণ জনগণ এক হয়ে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে কলেজের অধ্যক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। ২৪ ঘণ্টার আগেই কলেজের অধ্যক্ষ অভিযুক্ত আব্দুল্লাহিল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে। আমাদের দাবি ওই শিক্ষককে মহিলা কলেজ থেকে বদলি করে অন্য কলেজে পাঠানো হোক।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম বলেন, রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসানকে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এর আগে গতকাল ২ সেপ্টেম্বর সকালে মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহিল হাসানকে কলেজ থেকে পদত্যাগ ও অপসারণের জন্য জেলার ছাত্রসমাজ ও সাধারণ জনগণের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজে যান। সেখানে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর ১২ দফা দাবি পেশ করেন। সেই সঙ্গে শিক্ষক আব্দুল্লাহিল হাসানকে কলেজ থেকে পদত্যাগ ও অপসারণের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।