ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের একটি হোস্টেলে বহিরাগত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্বৃত্তরা হোস্টেলের টেবিল, চেয়ার, দরজা-জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছেন।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের বায়তুল আমানে অবস্থিত কলেজের কবি জসীমউদ্দিন হলে হামলার ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, রাজেন্দ্র কলেজের বায়তুল আমান শাখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবকের কথা কাটাকাটি হয়। পরে এর জেরে ২৫-৩০ জন বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোঁটা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে কবি জসীমউদ্দিন হলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার সত্যতা নিশ্চিত করে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই এলাকার কিছু স্থানীয় বখাটে ও দুর্বৃত্ত এ হামলা চালিয়েছেন। এ হামলায় আমাদের কলেজের অন্তত ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া কবি জসীমউদ্দিন হলের টেবিল-চেয়ার, দরজা-জানালা ও নানা জিনিসপত্র ভাঙচুর করেছেন। শিক্ষার্থীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
অধ্যক্ষ আরো বলেন, শহরের বায়তুল আমানে অবস্থিত রাজেন্দ্র কলেজের অনার্স-মাস্টার্স শাখার মাঠে ও কলেজের হোস্টেলের আশেপাশে নিয়মিত মাদক ও জুয়ার আড্ডা বসে। এছাড়া আমাদের কলেজের মাঠ দখল করে বহিরাগতরা আমাদের কলেজ ও হোস্টেলের শিক্ষার্থীদের খেলতে বাধা সৃষ্টি করছে। যেটা বড় দুঃখজনক। আমি একাধিকবার প্রতিবাদ করেও এর প্রতিকার করা সম্ভব হয়নি। এরাই এ হামলা চালিয়েছে বলে মনে করছেন অধ্যক্ষ।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।