দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সকাল দশটা থেকে বিকলে চারটার মধ্যে বিরতিহীনভাবে ভোট নেওয়ার নিয়ম থাকলেও রাতে বেলায়ও ভোট গ্রহণ হয়েছে কয়েকটি কেন্দ্রে। এছাড়া ভোটের জন্য অধ্যক্ষদের হুমকি, ফলফল জালিয়াতি, হট্টগোলসহ নানা অনিয়মের মধ্য দিয়ে গতকাল রোববার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ভোট গ্রহণ শেষ হয়েছে। গ প্যনেলের সভাপতি প্রার্থী অধ্যাপক শাহেদুল খবিরকে জেতাতে নজিরবিহীন অনিয়মের অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। সারাদেশে মাত্র ১৫ হাজার ভোটার। অদ্যাবধি ফল প্রকাশ করতে পারেনি কমিশন। রাতে নেওয়া কেন্দ্রগুলোর ভোট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে।
এদিকে ক্যাডার কর্মকর্তাদের সমিতির ভোটে এমন নজিরবিহীন ঘটনায় ছি ছিক্কার রব উঠেছে শিক্ষকদের মধ্যে। প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তাদের এহেন আচরণে অবাক পাবলিক বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত এবং ননএমপিও শিক্ষক-কর্মচারীরা।