রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা। এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ মোহাম্মদ ফয়সাল বলেন, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি না থাকা সত্ত্বেও বিভাগীয় চেয়ারম্যান ক্লাস শুরু করতে পারবেন। আমরা এরই মধ্যে সেশনজটে আছি। সুতরাং দ্রুত আমাদের ক্লাস শুরু করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা অতি দ্রুত ক্যাম্পাসে চলে আসুন। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ও প্রশাসন নিয়োগের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
উর্দু বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, বর্তমানে আমাদের ক্যাম্পাস পুরোপুরি নিরাপদ। তাই ক্লাস ও পরীক্ষা শুরু করতে কোনো বাধা নেই। খুব দ্রুতই আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।