রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তদন্তে গঠিত কমিটির মেয়াদ গত ২২ ফেব্রুয়ারি শেষ হলেও এখনো প্রতিবেদন জমা দেয়নি। অভিযুক্ত হল ছাত্রলীগ নেতাদের চিঠি দিয়ে সাক্ষাৎ না পাওয়ায় তদন্তের গতি ধীর বলে দাবি করেছেন হলটির প্রাধ্যক্ষ ও তদন্ত কমিটির সদস্যরা। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতার দাবি, গত শুক্রবার রাতে তাকে চিঠি দেয়া হয়েছে। এতদিন চিঠি না পাওয়ায় তিনি তদন্ত কমিটির সামনে যেতে পারেননি।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃষ্ণ রায় নামে এক ছাত্রকে হল কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ সংগঠনটির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। পরে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরদিন হলের আবাসিক শিক্ষক অনুপম হিরা মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অনুপম হিরা বলেন, ‘গতকাল (শুক্রবার) রাত পর্যন্ত অভিযুক্তরা চিঠি নিয়েছে। আর আজকে (গতকাল শনিবার) তারা হাজির হলো। এখন প্রত্যক্ষদর্শীদের ডেকে সাক্ষাৎকার নেওয়া হবে। তারপর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
তবে ভুক্তভোগী শিক্ষার্থী কৃষ্ণ রায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত কমিটি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বরং তিনি নিজে গিয়ে প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাঈম আলী বলেন, ‘আমাকে চিঠি না দিলে আমি কীভাবে উপস্থিত হব। গতকাল (শুক্রবার) রাত ১০টায় চিঠি দিয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় আমি দেখা করেছি।’