রাবিতে সাংবাদিক মা*রধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন - দৈনিকশিক্ষা

রাবিতে সাংবাদিক মা*রধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব কার্যালয়ের সামনে রাবি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বনিকবার্তা ক্যাম্পাস প্রতিনিধি আবু সালেহ শোয়েবকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

   

তিনি বলেন, সাংবাদিক মারধরের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করা হয়। এতে সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক। এছাড়াও সদস্য হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেরস ড. আরিফুল ইসলাম ও মাদারবক্স হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহদী। 

এর আগে, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর রাবি প্রেসক্লাব, রাবি রিপোটার্স ইউনিট ও রাবি সাংবাদিক সমিতির সভাপতি স্বাক্ষরিত অভিযোগপত্র দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কর্মরত তিন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম কনক বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত শেষে আমরা প্রতিবেদন জমা দেব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিকবার্তা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু সালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। এমন সময় মার্কেটিং বিভাগের ৫০-৬০জন শিক্ষার্থী মিছিল নিয়ে যাওয়ার সময় শোয়েবের দিকে তেড়ে এসে মারধর শুরু করেন এবং জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও মুছে দিতে বাধ্য করেন। সাংবাদিকতার পরিচয়পত্র দেখালে শিক্ষার্থীরা তা ছিড়ে ফেলেন। এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে এলে তাদেরকেও হেনস্তা করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় উদ্ধত শিক্ষার্থীদের শনাক্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত - dainik shiksha প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত আন্দোলন স্থগিত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের, ৭ দিনের মধ্যে কমিটি - dainik shiksha আন্দোলন স্থগিত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের, ৭ দিনের মধ্যে কমিটি পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ ইউজিসির - dainik shiksha আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ ইউজিসির কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পদত্যাগ করেছেন সেই তিন বিতর্কিত বিচারপতি - dainik shiksha পদত্যাগ করেছেন সেই তিন বিতর্কিত বিচারপতি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিচার হওয়া উচিত: সলিমুল্লাহ খান - dainik shiksha ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিচার হওয়া উচিত: সলিমুল্লাহ খান বিচারকের সামনে যে হুমকি দিলেন কামরুল - dainik shiksha বিচারকের সামনে যে হুমকি দিলেন কামরুল please click here to view dainikshiksha website Execution time: 0.004896879196167