দৈনিক শিক্ষাডটকম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য।
গতকাল বৃহস্পতিবার রাতে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার নিজেই তার ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, বি কেয়ারফুল! রিসেন্টলি Dr. Golam Shabbir Sattar নামে একটি ফেক আইডি খুলে iTune এবং Gift Card কেনার জন্য যোগাযোগ করছে। অনুগ্রহ করে কেউ সাড়া দিবেন না! দিজ ইজ নট মাই ভেরিফাইড আইডি।
এই পোস্টের সঙ্গে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। যেখানে দেখা যায় উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল থেকে বার্তা পাঠিয়ে জরুরি দরকারের কথা বলে উপাচার্যের হয়ে কাজ করিয়ে দেয়ার জন্য বলা হয়।