দৈনিক শিক্ষাডটকম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের ক্যানটিনে দুপুরের খাবার খেতে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কর্যনির্বাহী সদস্য সাকিবুল হাসান বাকিকে মারধর করে ক্যাম্পাসছাড়া করেন রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গতকালের এই সংঘর্ষে সাকিবুলসহ অন্তত ১০ জন কর্মী আহত হন। সংঘর্ষে জড়িত নেতাকর্মীরা সবাই রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিবের অনুসারী। ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ক্যানটিনে বসাকে কেন্দ্র করে। গতকাল দুপুরে মতিহার হলের ক্যানটিনে খাওয়ার জন্য একটি চেয়ারে বসেন জাহিদ হাসান নামে এক শিক্ষার্থী। কিছুক্ষণ পর শান্ত নামে একজন এসে জাহিদকে উঠতে বলেন এবং তিনি ওই চেয়ারে আগে বসেছিলেন বলে দাবি করেন। জাহিদ তাকে অন্য চেয়ারে বসতে বললে তর্কাতর্কি শুরু হয়। পরে জাহিদ তার বন্ধু রিফাতের কক্ষে অবস্থান নিলে শান্ত কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে এসে কক্ষের দরজায় লাথি মারতে থাকেন। বিষয়টি মীমাংসার কথা বলে আরও কয়েকজন কর্মীকে নিয়ে কক্ষে ঢুকে জাহিদ ও রিফাতকে মারধর করেন রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা ও তার অনুসারীরা। মারধরের শিকার জাহিদ ও রিফাত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী। অন্যদিকে শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিবের অনুসারী।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ভাস্কর সাহাকে মারধর করেন সাকিবুল ইসলাম বাকির অনুসারীরা। মারধর করে ক্যাম্পাস ছাড়েন বাকির অনুসারীরা। পরে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে আসেন এবং পরে বর্তমান কমিটির নেতাকর্মীদের মতিহার হলে নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শেষে তারা হল ত্যাগ করেন। এ ঘটনা শোনার পর বিকেল ৫টার দিকে পরিবহন মার্কেটে আসেন সাকিবুল হাসান বাকি।