দৈনিক শিক্ষাডটকম, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাধ্যক্ষ পরিষদের নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শহীদ ড. শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম। আগামী তিন মাসের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম তাঁর কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন।
অধ্যাপক একরামুল ইসলাম সিরাজগঞ্জ জেলার জে. ডি. মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ খ্রিষ্টাব্দে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৯২ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৯৫ খ্রিষ্টাব্দে স্নাতক ও ১৯৯৬ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর পাস করেন। ২০০৬ খ্রিষ্টাব্দে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০১ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বরে তিনি রাবির ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৫ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক, ২০০৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর সহযোগী অধ্যাপক এবং ২০১৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তাঁর ৪০টার অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
জানতে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক একরামুল ইসলাম বলেন, আমার পূর্বে দায়িত্বে ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম। আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো।