এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ‘রেটিনা স্টার’ নামে এক পরীক্ষার আয়োজন করেছে মেডিক্যাল কলেজে ভর্তির প্রস্তুতি প্রতিষ্ঠান ‘রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং’। এ পরীক্ষায় অংশ নিয়ে ল্যাপটপ, আইপ্যাড, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, নগদ টাকাসহ রেটিনার মেডিক্যাল কলেজে ভর্তির প্রোগ্রামে বিশেষ ছাড় জিতে নেয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এ কর্মসূচির রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
রোটিনা কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশের ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। নির্ধারিত লিংকে প্রবেশ করে (https://forms.gle/12zjruhtsGK8Ko9t5) বা সরাসরি রেটিনার যেকোনো ব্রাঞ্চে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি দিতে হবে না। আগামী ১৭ জুন পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। আগামী ২৪ জুন রেটিনা স্টার পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অফলাইনে এ পরীক্ষার আয়োজন করা হবে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন হবে রেটিনা স্টার পরীক্ষায়। মেডিক্যাল স্ট্যান্ডার্ডে হবে প্রশ্ন। মোট ১০০ নম্বরে এমসিকিউ পদ্ধতিতে হবে এ পরীক্ষা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় জীববিজ্ঞান থেকে ৪০, রসায়ন থেকে ৩৫ ও পদার্থবিজ্ঞান থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার পাস নম্বর ৪০।
রেজিস্ট্রেশনের জন্য তথ্য দিয়ে নির্ধারিত অনলাইন ফরম (https://forms.gle/12zjruhtsGK8Ko9t5) পূরণের নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীকে একটি মেসেজ দেয়া হবে। তার ৭২ ঘন্টার ভেতরে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন মেসেজ দেয়া হবে।
পরীক্ষার সময় ও কেন্দ্র পরীক্ষার আগে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
রেটিনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কলেজ থেকে ২০০ জনের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে মেধাতালিকায় প্রথম ১০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। তাই সহপাঠীদের এ পরীক্ষা অংশ নেয়ার রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধ করেছে রেটিনা।
এ পরীক্ষায় অংশ নিয়ে কেন্দ্রীয় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী পাবেন একটি ল্যাপটপ ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে শতাভাগ ছাড়। দ্বিতীয় পুরস্কার আইপ্যাড ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৭৫ শতাংশ ছাড়। তৃতীয় পুরস্কার অ্যানরয়েড স্মার্ট ফোন ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৬০ শতাংশ ছাড়। কেন্দ্রীয় মেধা তালিকায় চতুর্থ থেকে দশম অবস্থানে থাকা শিক্ষার্থীরা পাবেন স্মার্ট ওয়াচ ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৫০ শতাংশ ছাড়। ১১তম থেকে ২০তম অবস্থানে থাকা শিক্ষার্থীরা পাবেন টিডাব্লিউিএস ইয়ার বাডস্ ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৪০ শতাংশ ছাড়।
এছাড়া পরীক্ষায় জোনভিত্তিক প্রথম পুরস্কার ৫ হাজার টাকা ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৫০ শতাংশ ছাড়। দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৪০ শতাংশ ছাড়। আর তৃতীয় পুরস্কার পুরস্কার ২ হাজার টাকা ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ৩০ শতাংশ ছাড়। চতুর্থ থেকে দশম পুরস্কার ১ হাজার টাকা ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ২০ শতাংশ ছাড়। আর ১১তম থেকে ৫০ তম পুরস্কার ৫০০ টাকা ও মেডিক্যাল প্রোগ্রামে ভর্তিতে ২০ শতাংশ ছাড়।
এ পরীক্ষা বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক গ্রুপে (https://www.facebook.com/groups/retinaofficial/)।