আমাদের বার্তা, ঝালকাঠি: ঝালকাঠিতে ৭২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ না থাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার সন্ধ্যায় জনসাধারণ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার ৭২ ঘণ্টায়ও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ জনতা। সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ একাধিক এইচএসসি পরীক্ষার্থী জানান, আমাদের সামনে পরীক্ষা। বর্ষা-বন্যায় এমনিতেই নাকাল অবস্থা। তারপরে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। তীব্র গরমে গোসল, খাবার পানি, বাথরুমের পরিচ্ছন্নতার কাজে অসহায় অবস্থায় থাকতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, জেলা প্রশাসক খোঁজ নিলে বুধবার সকালে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। তবুও সন্ধ্যা গড়িয়ে গেলে বিদ্যুৎ সংযোগের কোনো তৎপরতা না থাকায় লোকজন জড়ো হয়। এর ফাঁকে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে।
ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার বলেন, ৭২ ঘণ্টা আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ঝড় বন্যা কমলেও দ্রুত বিদ্যুৎ দেয়ার বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। যতো দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে তিনি জানান।