রের্কড তাপমাত্রায় শিশুদের বাইরে না নেয়ার পরামর্শ - দৈনিকশিক্ষা

রের্কড তাপমাত্রায় শিশুদের বাইরে না নেয়ার পরামর্শ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : চৈত্রের প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। রাজধানীসহ অনেক জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত বছরের থেকে চলতি বছরজুড়ে তাপমাত্রা বেশি থাকবে। এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই সবাইকে সর্তক হতে বলেছেন চিকিৎসকেরা।

তাপপ্রবাহ থেকে শিশুদের রক্ষায় রোদে না নেয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, এরই মধ্যে দাবদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে শিশু রোগী ভর্তি বাড়ছে।

গত রোববার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় আজ সোমবার সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা গতকাল ছিলো ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অসহনীয় গরমে ঢাকা মহানগরীর শ্রমজীবী মানুষরা পড়েছে ভীষণ কষ্টে। তীব্র তাপদাহে ফুটপাতের খোলা ও ভ্রাম্যমাণ দোকানদারদের ব্যবসা বাণিজ্য করাও কঠিন হয়ে উঠেছে।

আর আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় দাবদাহ বেড়ে জনজীবনে আরো অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

সাধারণত বাংলাদেশে কোনো জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলে সেখানে সতর্কবার্তা জারি করা হয়। কিন্তু এরই মধ্যে তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে রাজধানী।

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অবস্থা আরো ভয়াবহ। দক্ষিণের পশ্চিমাঞ্চলের এই তিন জেলার বেশিরভাগ জায়গায় ৩৮ ডিগ্রির ওপরে তাপমাত্রা বয়ে গেছে। 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, তাপপ্রবাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশু ও বৃদ্ধরা। আর প্রভাবটা সবার আগে পড়ে শিশু হাসপাতালের ওপর।

‘এই সময় শিশুদের বাইরে বের না করাই ভালো। প্রচণ্ড হিটের সময় বাইরে বের করাটা অন্যায়,’ বলেন তিনি।

অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে শিশু হাসপাতালের এই পরিচালক বলেন, শিশুদের স্কুল সাধারণত সকালে। কিন্তু ফেরার সময়টা সাবধানে আসতে হবে। যেনো তারা ছায়ায় থাকে।

শঙ্কা জাগাচ্ছে হাসপাতালের খবর। ঈদ আর নববর্ষের এই সময়ে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকার কথা।

কিন্তু হচ্ছে উল্টো। হাসপাতালে জায়গা মোটামুটি শেষ। রাজধানীর শিশু হাসপাতালে শুধু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে দুইশোর বেশি শিশু। কঠিন এই সময়ে শিশুদের ঘাম যেনো গায়েই না শুকিয়ে যায় সেই পরামর্শ চিকিৎসকদের।

এদিকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরো বাড়তে পারে বলে পূর্বাভাসে বলছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবারের আগে বৃষ্টির সম্ভাবনা দেখছেন না তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবারও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে মঙ্গল ও বুধবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বুধবার চট্টগ্রাম ও সিলেটের আশেপাশে কিছু বৃষ্টি হতে পারে।

‘তবে যে তাপপ্রবাহ সারাদেশে বয়ে যাচ্ছে, তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে,’ যোগ করেন তিনি।

আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা - dainik shiksha আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভর্তির লটারিও স্থগিত করলো সেন্ট গ্রেগরি হাইস্কুল - dainik shiksha এবার ভর্তির লটারিও স্থগিত করলো সেন্ট গ্রেগরি হাইস্কুল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে জয়পুরহাটের আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে জয়পুরহাটের আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ৮ ডিসেম্বর - dainik shiksha এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ৮ ডিসেম্বর মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! হা*মলা-ভা*ঙচুরের ঘটনায় মা*মলা করবে মোল্লা কলেজ কর্তৃপক্ষ - dainik shiksha হা*মলা-ভা*ঙচুরের ঘটনায় মা*মলা করবে মোল্লা কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগকে গণ*ধোলাই দিয়ে থানায় দিতে বললেন ওসি - dainik shiksha ছাত্রলীগকে গণ*ধোলাই দিয়ে থানায় দিতে বললেন ওসি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0070028305053711