যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি অ্যামিউজমেন্ট পার্কে রাইড চলন্ত অবস্থায় রোলার কোস্টার পিলারের মাথায় ফাটল দেখা দেয়। এর ভিডিও সামনে আসার পর বেশ হইচই পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির উইসকনসিনে ঘটেছে আরেক ভয়াবহ ঘটনা।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত সোমবার উইসকনসিন রাজ্যের ফরেস্ট কাউন্টি ফেস্টিভ্যালে একটি ফায়ারবল রোলার কোস্টারে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় তিন ঘণ্টা উল্টো ঝুলে ছিলেন আটজন আরোহী।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের ক্যাপ্টেন জানিয়েছেন, রাইডে যান্ত্রিক সমস্যার কারণে এটি খাড়া অবস্থায় আটকে যায়। রাইডটি কিছুদিন আগে পরীক্ষা করেছিল কর্তৃপক্ষ। তখন কোনো সমস্যা পাওয়া যায়নি।
ঘটনার পর নিকটস্থ ক্র্যান্ডন ফায়ার সার্ভিস ও জরুরি সেবার সদস্যরা রোলার কোস্টার কাছে সহায়তার জন্য আসে। কিন্তু রাইডের উচ্চতার কারণে বিশেষ সরঞ্জাম আনা এবং উদ্ধারকারী দলের কাজ শুরু করতে বেশ সময় লেগে যায়। ফায়ার সার্ভিসকে পার্শ্ববর্তী তিনটি কাউন্টির জরুরি সেবা কর্মীরা সহায়তা করে। প্রায় তিন ঘণ্টা পর সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
এদিকে রোলার কোস্টার ইস্যুতে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে অনেকের মধ্যে। এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু কার্যক্রম শুরু হয়েছে।