মানসম্পন্ন গবেষণা বৃদ্ধি এবং র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অবস্থান উন্নয়নে শিক্ষক-গবেষকদের এক যোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি বলেছেন, মানসম্পন্ন গবেষণা বৃদ্ধি এবং বিশ্ব র্যাংকিংয়ের ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এ লক্ষ্য অর্জনে শিক্ষক-গবেষকদের এক যোগে কাজ করতে হবে। এর পাশাপাশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নাল এবং অনলাইনে প্রকাশ করতে হবে। এর ফলে বিশ্ব র্যাংকিংয়ে স্থান পাওয়াসহ গবেষণা সম্পর্কে সবাই জানতে পারবেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নীলাঞ্জন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বক্তব্য রাখেন। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন সেশনে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।