দৈনিক শিক্ষাডটকম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের প্রতিবাদ করায় এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। কলেজের চতুর্থ ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
কলেজের প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের ৩০১ কক্ষে গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, ছাত্রাবাসের সুপার ও অ্যান্টি র্যাগিং কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ফয়সাল আহমেদ ইকরাম (২০) কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল, স্বনন, তীর্থ, জয়, শাফীন, তাহের ও লিমন এবং দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি, সৌরভ, নাফিজ, অনিমেষ, তাবিব, অনিক ও শাওন। ফয়সাল বলেন, ‘২২ এপ্রিল সন্ধ্যায় চতুর্থ বর্ষের সিনিয়র ভাইয়েরা আমাকে ক্যাম্পাসে মাঠে ডেকে নিয়ে যায়। আমার মাঠে যেতে একটু দেরি হয়ে যায়। পরে ফয়সাল ভাই আমাকে বলে “সোজা হয়ে দাঁড়া, তোর পা সোজা কর, হাত পেছনে নে। একপর্যায়ে ফয়সাল ভাই আমার মা তুলে গালি দেন। আমি তখন বলি ভাই ভদ্রতা বজায় রাখেন। আমি এই র্যাগিংয়ের প্রতিবাদ করায় ঘুমের মধ্যে ১০-১২ জন মিলে আমাকে আঘাত করে।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আশুতোষ সাহা রায় বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সহযোগী অধ্যাপক আবুল কেনানকে সভাপতি করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।