লাহোরে প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ - দৈনিকশিক্ষা

লাহোরে প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

বায়ুদূষণ রেকর্ড পর্যায়ে পৌঁছানোর কারণে পাকিস্তানের লাহোর শহরের সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। রবিবার (৩ নভেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা এবং বাসায় বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যমতে, রবিবার লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে ছিল।

প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে জানান, শহরে ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিভাবকদের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।

গাড়ির দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী আওরঙ্গজেব। এছাড়া, দূষণ নিয়ন্ত্রণে শহরের রাস্তায় চলাচলকারী তিন চাকার রিকশা বন্ধ এবং নির্দিষ্ট কিছু এলাকায় নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। কোনও কারখানা ও নির্মাণাধীন স্থাপনা এই নিয়ম লঙ্ঘন করলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মরিয়ম আওরঙ্গজেব জানান, পরিস্থিতি নজিরবিহীন এবং এর কারণ হিসেবে ভারতের দিক থেকে আসা বাতাসে বহনকৃত দূষণকে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

প্রাদেশিক সরকার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে বলে তিনি জানান।

লাহোরে শীতকালে তাপমাত্রার উল্টা প্রবণতার কারণে ধোঁয়াশার মাত্রা আরো বৃদ্ধি পায়, যা দূষণকে মাটির কাছাকাছি আটকে রাখে। দিল্লির মতো লাহোরের এই দূষণ সংকটও শীতকালে নিয়মিত ব্যাপক আকার ধারণ করে।

শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের - dainik shiksha শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের ৩০ কোটি টাকা হাতিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ানের বাশার - dainik shiksha ৩০ কোটি টাকা হাতিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ানের বাশার আরো ১৪ মেডিক্যাল কলেজ থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নাম - dainik shiksha আরো ১৪ মেডিক্যাল কলেজ থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নাম হাইস্কুলে ভর্তি আবেদন ফরম পূরণ যেভাবে - dainik shiksha হাইস্কুলে ভর্তি আবেদন ফরম পূরণ যেভাবে সচিবালয়ে বিশৃঙ্খলা করা ২৬ শিক্ষার্থীকে নতুন মামলায় গ্রেফতার - dainik shiksha সচিবালয়ে বিশৃঙ্খলা করা ২৬ শিক্ষার্থীকে নতুন মামলায় গ্রেফতার কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে পারস্পরিক বদলি আপাতত স্থগিত, নতুন প্রজ্ঞাপন শিগগিরই - dainik shiksha পারস্পরিক বদলি আপাতত স্থগিত, নতুন প্রজ্ঞাপন শিগগিরই কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধনের সপ্তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধনের সপ্তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি please click here to view dainikshiksha website Execution time: 0.0029740333557129