দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: পাঠ্যবই নিয়ে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি হারিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তবে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে একসময় কাজ করলেও তার সঙ্গে বর্তমানে চুক্তি নেই বলে জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
গতকাল সোমবার সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বলছে, তারা শিক্ষক-শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন।
এর আগে গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত জাতীয় শিক্ষক ফোরামের সেমিনারে অংশ নিয়ে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে ‘শরীফার গল্প’ অংশের পাতা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন আসিফ মাহতাব।
এরপর গত রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ জানান, তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাসে যেতে নিষেধ করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই।
এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে গতকাল সোমবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিআরও (জনসংযোগ) শাখা থেকে জানানো হয়েছে, আসিফ মাহতাব ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মী এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক-শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।