নীলফামারীর জলঢাকা উপজেলার সরকারি-বেসরকারি ৫৪ স্কুলে নেই কোনো শহীদ মিনার। শহীদ মিনারবিহীন এসব বিদ্যালয়গুলোর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭ টি এবং মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭টি। এছাড়াও উপজেলার ২২টি এমপিওভুক্ত মাদরাসার মধ্যে বেশিরভাগ মাদরাসায় নেই কোনো শহীদ মিনার। শহীদ মিনার না থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যে জানা গেছে, সর্বমোট ২৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এ সব বিদ্যালয়ের মধ্যে শুধু মাত্র ৩ টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছে মাত্র ৩ টি বিদ্যালয়ে শহীদ নেই এমন তথ্য থাকলেও বাস্তবে ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। এভাবে দীর্ঘদিন ধরে শহীদ মিনারবিহীন অবস্থায় রয়েছে সরকারি বিদ্যালয়গুলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কলেজ ও ২২টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শহীদ মিনার আছে ৪৪ টিতে। এ উপজেলার অধিকাংশই মাদরাসায় কোনো শহীদ মিনার নেই।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত বছর দৈনিক শিক্ষাডটকমে সংবাদ প্রকাশের পর ৮-১০টি বিদ্যালয় তাদের প্রতিষ্ঠানের অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করেছে। আর যেসব প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ হয়নি সেসব প্রতিষ্ঠানকে তাগিদ দেয়া হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই অতিদ্রুত ওইসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা করা হবে।