শাটডাউনের সমর্থনে কলকাতায় মিছিল, আটক ৭৫ - দৈনিকশিক্ষা

শাটডাউনের সমর্থনে কলকাতায় মিছিল, আটক ৭৫

কে কে মল্লিক, কলকাতা |

বাংলাদেশের ছাত্র আন্দোলনের আঁচ পড়ে কলকাতায়৷ কোটাবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সহমত জানাতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযানের ডাক দিয়েছিলো বিভিন্ন বাম সমর্থিত ছাত্র সংগঠন৷

এই ছাত্র মিছিলে এআইডিএসও, এআইএসএফ, পিডিএসপি, পিএলওয়াই, ডিএস ও আইসাসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন। পুলিশ ছাত্রদের মিছিল কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস পর্যন্ত যেতে দেয়নি৷ পথেই তাদের আটকানো হয়। এ সময় দূতাবাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়।

ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে রবীন্দ্র সদন চত্বর থেকে মিছিল শুরু করে। আন্দোলনকারীরা বাংলাদেশের পড়ুয়াদের মৃত্যুর বিচার দাবি করেন। রবীন্দ্র সদন চত্বরেই পুলিশ ব্যারিকেড তৈরি করেছিলো। ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। সংগঠনগুলোর দাবি, ৭৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এআইডিএসও কলকাতা জেলা সম্পাদক মিজানুর রহমান জানান, বাংলাদেশে সরকারের হাতে পড়ুয়ারা মারা যাচ্ছেন। সেই মৃত্যুর বিচার চেয়ে কলকাতায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা, কিন্তু তা আটকে দেয় পুলিশ। 

এআইডিএসও’র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এই ঘটনার নিন্দা করে জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে থাকা তাদের প্রিয়জনদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না৷

এদিকে, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির এক মন্তব্যে তোলপাড় চলছে। এ নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। গত মঙ্গলবার এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ মর্মে এক্স হ্যান্ডেল-এ (টুইট) যে মন্তব্য করেছেন সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ট ও উষ্ণ। কিন্তু তার (মমতা ব্যানার্জী) এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005573034286499