বেলারুশের শীর্ষ মানবাধিকার আইনজীবী, ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের অন্যতম বিজয়ী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে বিলিয়াতস্কি এবং তাঁর প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের অপর তিনজনের বিরুদ্ধে শুক্রবার এই দণ্ডাদেশ দেওয়া হয়। খবর আলজাজিরার।
এদিকে এই রায়কে অন্যায় এবং ভয়াবহ বলে অভিহিত করেছেন নির্বাসিত বেলারুশিয়ান বিরোধী নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়া। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকিও এই শাস্তির নিন্দা করেছেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, বেলারুশের সরকার তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিলিয়াতস্কি মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তাঁর লড়াই থেকে পিছপা হননি।
কম্বোডিয়ায় বিরোধী নেতার ২৭ বছর কারাদণ্ড: কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুক্রবার ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তাঁকে গৃহবন্দি থাকতে হবে। একইসঙ্গে তিনি রাজনীতি এবং ভোট দিতে পারবেন না। গৃহবন্দি অবস্থায় তাঁকে পরিবারের বাইরের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।