কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হন। এরপর শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন।
জানা যায়, শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে কোটা সংস্কারের স্মারকলিপি প্রদান করবেন।
এ সময় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান শাবিপ্রবির শিক্ষার্থীরা।
এর আগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা।