আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি, সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে বগুড়ার শেরপুর উপজেলার মধ্যভাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০ পরীক্ষার্থী। এমন পরিস্থিতিতে অভিভাবকরাও দুশ্চিন্তায় পড়েছেন। তাদের অভিযোগ, শিক্ষকদের গাফিলতির কারণে তাদের সন্তানদের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
পরীক্ষার্থীরা জানায়, ফরমপূরণের খরচ বাবদ টাকা যথাসময়ে দিলেও কেন তাদের প্রবেশপত্র এলো না, এ নিয়ে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর বাবা বলেন, ‘এই মাদ্রাসা থেকে এবার ২০ জন শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়ার কথা। এর মধ্যে একজন শিক্ষার্থীরও প্রবেশপত্র আসেনি। আমার মেয়ে যদি এবার পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারে, তাহলে আমি আদালতের আশ্রয় নেব।’
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার আকবর হোসেন গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মুঠোফোনে বলেন, ‘আমি এখন মাদ্রাসা বোর্ডে (ঢাকা) আছি। বোর্ডের নির্দেশনা অনুযায়ী মাদ্রাসার শিক্ষকদের অবহেলার কথা উল্লেখ করে অঙ্গীকারনামা দিয়েছি। শনিবার (আজ) প্রবেশপত্র হাতে পাব বলে আশা করছি।’ শুক্র ও শনিবার সরকারি ছুটির বিষয়ে তিনি বলেন, ‘বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। তারাও প্রবেশপত্র দিতে চেয়েছে।’
গাফিলতির কথা স্বীকার করে মাদ্রাসা সুপার বলেন, ‘মাদ্রাসাটি ননএমপিও হওয়ায় অধিকাংশ শিক্ষক পরিবারের খরচ মেটাতে নানা ধরনের কর্মে ব্যস্ত থাকেন। শিক্ষকদের কেউ কেউ রং মিস্ত্রি, এমনকি অটোচালকও রয়েছেন। সরকারের সুনজরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এমন ভুল হবে না।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।