সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ফেসবুক-হোয়াটস্ অ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত বা দাপ্তরিক আইডি, ম্যাসেঞ্জার বা হোয়াটস্ অ্যাপ গ্রুপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চাওয়া হয়েছে বিভাগীয় উপপরিচালকদের কাছে। আগামী ১৭ আগস্টের মধ্যে পাঠাতে হবে উপপরিচালকদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বিভাগীয় উপপরিচালকের দপ্তর সূত্র বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন। এর আগে অধিদপ্তর থেকে শিক্ষক-কর্মকর্তাদের তথ্য চেয়ে গত ৩ আগস্ট ডিডিদের চিঠি পাঠানো হয়।
অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক ও সোস্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির আহ্বায়ক মো. আব্দুল আলীম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে নানা ধরণের বিভ্রান্তিমূলক, কুরুচিপূর্ণ ও নেতিবাচক বিষয়ে পোস্ট, মন্তব্য, লাইক, শেয়ার করা হচ্ছে। বিষয়টি খুবেই উদ্বেগজনক এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশকার সঙ্গে সাংঘর্ষিক। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দাপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত ও দাপ্তরিক আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটস্ অ্যাপ গ্রুপ সংরক্ষণে রাখা প্রয়োজন।
ওই আদেশে নির্ধারিত ছকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দাপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত বা দাপ্তরি আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটস্ অ্যাপ গ্রুপ বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে সে সংক্রান্ত তথ্য ইমেইলে ১৭ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে বিভাগীয় উপপরিচালকদের। ছবি বিভাগ, জেলা, উপজেলা প্রতিষ্ঠান, শিক্ষক বা কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অন্তর্ভুক্ত করে তা ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।