বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের জানাজার সময় ঘটে বিপত্তি। জানাজাস্থলে সব পাওনাদার এসে ভিড় করেন। এ সময় বাবার পাওনাদারদের দেখে মরদেহ ফেলে পালিয়ে যান তার সন্তানরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মারা যান ওই ব্যক্তি।
মৃত আবদুল আজিজ মৃধা (৭০) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। তিনি দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকায়। প্রায় ছয় মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা তার মরদেহ পড়েছিল উপজেলা সদরের রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের অজুখানার পাশে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের লোকদের খুঁজে এনে বুধবার দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন করে মরদেহ দাফন করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।