শিক্ষকের নামে বীর নিবাসের বাড়ি বরাদ্দের অভিযোগ - দৈনিকশিক্ষা

শিক্ষকের নামে বীর নিবাসের বাড়ি বরাদ্দের অভিযোগ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

পাবনার বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ‘বীর নিবাসের’ বাড়ি নিজ ভাইয়ের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার সরকারি চাকরিজীবী ভাইয়ের নামে দেওয়া বীর নিবাসের বরাদ্দ বাতিলের সুপারিশ করে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠিয়েছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে সচ্ছল ছোট ভাই সরকারি চাকরিজীবী শফিউদ্দিন ফকিরের জন্য অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের দেওয়া বীর নিবাসের বাড়ি নেন বরাদ্দ কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। এ নিয়ে গত মার্চ মাসে কয়েকটি গণম্যাধমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগ তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দিয়ে কমিটি গঠন করেন জেলা প্রশাসন। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। জেলা প্রশাসক বলেন, বেড়া উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন কমিটির সদস্য সচিব ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি কমিটির অন্য সদস্যদের পাশ কাটিয়ে সুকৌশলে নিজের সচ্ছল সহোদর ভাই শফিউদ্দিন ফকিরের নাম বরাদ্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বিধিবহির্ভূতভাবে আবাসন বরাদ্দ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মত দিয়েছে তদন্ত কমিটি।

আবেদনকারী কাজী শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিউদ্দিন ফকির ১৩ গ্রেডভুক্ত সরকারি চাকরিজীবী। তিনি সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করে যথেষ্ট সচ্ছলতার সাথে জীবনযাপন করেন। তথ্য গোপন করে আবাসন বরাদ্দ নেওয়ার অপরাধ প্রমাণ হওয়ায় তার নামে বরাদ্দ মুক্তিযোদ্ধার আবাসন বীর নিবাস বাতিলের

সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নামে সারাদেশে ৩০ হাজার একতলা পাকা বাড়ি নির্মাণ করছে সরকার। নীতিমালা অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে বরাদ্দ কমিটি গঠন করে অসচ্ছল মুক্তিযোদ্ধা বাছাইয়ের কাজ করবেন।

‘বীর নিবাস’-এর বরাদ্দ নীতিমালায় বলা হয়েছে, সরকারি আবাসন কিংবা ভূমি সুবিধা পাননি এমন অসচ্ছল মুক্তিযোদ্ধা বা তার পরিবার সেখানে বরাদ্দ পাবে। যুদ্ধাহতরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারী আর্থিকভাবে অসচ্ছল হলেই শুধু বিবেচনাধীন হবেন।

কিন্তু বেড়া উপজেলার কাজীরহাটে বাড়ি বরাদ্দ পাওয়া সমাজসেবা কর্মকর্তার ভাই শফিউদ্দিন ফকির অসচ্ছল ব্যক্তি নন। তিনি সরকারি চাকরিজীবী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ক্ষমতার অপব্যবহার করে কমিটির অপর সদস্যদের কৌশলে ম্যানেজ করে নিজ পরিবারের সদস্যকে বীর নিবাসে বরাদ্দ দেন রফিকুল ইসলাম।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0059030055999756