নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে স্কুল শিক্ষকের ১৭টি মেহগনি ও জিগা গাছ লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার জোনাইল বাজারে এই ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্কুল শিক্ষক জেমস ডি কস্তা। জেমস উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের আগস্টিন কস্তার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, জোনাইল বাজারে তাদের বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক সংস্কার কাজ চলছে। সোমবার ওই সড়কের পাশে প্রায় ৪০ বছর আগে শিক্ষক জেমস ডি কস্তার নিজ জমিতে রোপিত ১২টি মেহগনি ও ৫টি জিগা গাছ লুট করে নেয়া হয়। এসময় তিনি স্কুলে ছিলেন। আর দূর্বৃত্তরা গাছ গুলো গোড়া থেকে কেটে নিয়ে চলে যায়। গাছগুলো মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগের জানিয়েছেন ওই শিক্ষক।
জানতে চাইলে শিক্ষক জেমস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের বাড়িতে আমি ও বড় ভাই ডানিয়েল কস্তা থাকি। বড় ভাই ঢাকায় ছিলেন, আমি ছিলাম স্কুলে। এ সুযোগে দূর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে যায়। তার প্রভাবশালী হওয়ায় কেউ বাধা বা সাক্ষী দিতে রাজি হচ্ছে না।
জানতে চাইলে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।