দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় এক শিক্ষকের প্রতারণায় কেন্দ্র গিয়েও ৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। অভিযুক্ত ওই শিক্ষকের নাম আমিনুল ইসলাম। সে নরসিংদী ডিজিটাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার উপজেলার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
পরীক্ষা দিতে না নিতে পারা শিক্ষার্থীরা হলেন-চাঁদনী আক্তার, অর্পিতা সূত্রধর, জান্নাতুল ফেদৌস, মেঘলা আক্তার, সুমাইয়া আক্তার জয়া এবং তৈয়বা আক্তার।
এদের মধ্যে তৈয়বা আক্তর নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি ৫ জন ব্রাহ্মন্দী গালস্ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রবেশপত্র দিতে পারেননি।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ওই শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পরেননি। পরে শিক্ষক আমিনুল ২৫ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেবেন বলে আশ্বাস দেন। কথা অনুয়ায়ী তারা আমিনুলকে ২৫ হাজার করে টাকা দেন। ওই শিক্ষক তাদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে হাজির থাকতে বলেন। কিন্তু গতকাল উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উপ-কেন্দ্র বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত হলেও আমিনুল তাদেরকে কোনো প্রবেশপত্র দিতে পারেননি।
পরে শিক্ষার্থীরা নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার পাশাপাশি প্রতারক শিক্ষকের বিচার দাবি করেন।
অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম ঘটনার পরপরই গা ঢাকা দেয়ায় বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান জানান, আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ পেয়েছি। এ অভিযোগ তদন্ত করে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।