মিছির আলি খান ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নং এস-৫৫৬৭ (৬৮৪/০৬) দ্বারা পরিচালিত আজিরুন্নেছা মহিলা কলেজে সরকারি বিধিমোতাবেক একজন অধ্যক্ষ এবং বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সমাজকর্ম, পৌরনীতি ও সুশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে একজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া একজন করে শরীরচর্চা শিক্ষক, প্রদর্শক (পদার্থবিজ্ঞান/রসায়ন), অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রন্থাগারিক, ল্যাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী এবং আয়া নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ২৬ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ মঙ্গলবার বেলা ১০টার সময় কলেজটির অফিসকক্ষে সকল সনদ ও এন আই ডি-র ফটোকপি এবং ছবিযুক্ত আবেদনপত্র জমা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হলো। কলেজটির অবস্থান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক থেকে ছয় কিলোমিটার উত্তরে মৌচাক- ফুলবাড়িয়া রাস্থার জামালপুর বাজার সংলগ্ন।
যোগাযোগ:- চেয়ারম্যান মিছির আলি খান ফাউন্ডেশন, আজিরুন্নেছা মহিলা কলেজ, জামালপুর, কালিয়াকৈর, গাজীপুর।