শিক্ষক ঘাটতি পূরণ করা আবশ্যক - দৈনিকশিক্ষা

শিক্ষক ঘাটতি পূরণ করা আবশ্যক

পদ্মা রানী দত্ত |

‘আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির
সত্যিই তুমি মহান উদার বাদশা আলমগীর’
শিক্ষকের মর্যাদা কবিতা থেকে আমরা শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ উপলব্ধি করতে পারি। শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। পৃথিবীতে যতোগুলো পেশা আছে তার মধ্যে শিক্ষতাকে মর্যাদার চোখে দেখা হয়। পৃথিবীতে মা বাবার পরের স্থান শিক্ষকের। তাই দেশ ও সমাজে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। 

১৯৯৪ খ্রিষ্টাব্দে ইউনেস্কোর ২৬তম অধবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর বাংলাদেশেসহ বিশ্বের প্রায় ১০০টি দেশে প্রতি বছর ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।

শিক্ষকতায় নতুনদের আগমন এবং তাদের জন্য ক্যরিয়ারের পথ তৈরিকরণ, আবার এভাবেও বলা যেতে পারে তরুণরাই শিক্ষকতা পেশায় প্রবেশ করবেন এবং তারাই এ পেশাকে পেশাগত মর্যাদায় উন্নীত করবেন। শিক্ষকতা পেশায় এখন মেধাবীরা এসেছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পাঠদানের নতুন কৌশল অর্জন করে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন এনেছেন। প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসের একটি প্রতিপাদ্য বিষয় থাকে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ এই মূল বিষয় সামনে রেখে বাংলাদেশ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করছে। 

দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮। আমরা মনে করি, শূন্যপদ পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে হলে সহায়ক স্টাফ জরুরি। স্কুলে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। সেজন্য শূণ্যপদগুলোতে শিক্ষক নিয়োগ দিয়ে দেশের প্রতিটি বিদ্যালয়ে পাঠদান উপযোগী অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করি। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মানসম্মত শিক্ষক প্রয়োজন। এমনিতেই দেশে সহকারী শিক্ষকের পদ শূন্য। এরপর অনেক সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের বাড়তি দায়িত্ব পালন করেতে হচ্ছে। তা ছাড়া কর্তব্যরত শিক্ষকদেরও অনেক সময়ে বিভিন্ন ধরনের ছুটি এবং নানা রকম প্রশিক্ষণে থাকতে দেখা যায়। 

প্রতিবছরই প্রাথমিক বিদ্যায়গুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষক সংকট দূরীকরণের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব পালনসহ প্রধান শিক্ষকপদে নিয়োগ দেয়া হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ দিয়ে শূন্যপদগুলো পূরণ করা হচ্ছে। প্রধান শিক্ষকের শূন্যপদের বিপরীতে জ্যেষ্ঠ শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। 

প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম চারজন শিক্ষক থাকার বিধান থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে ২-৩ জন শিক্ষক রয়েছে। ৪০০ কিংবা তার চেয়েও বেশি ছাত্র-ছাত্রীদের ৫ জন শিক্ষকের স্থলে দুইজন শিক্ষক দিয়ে পাঠদান দিতে হচ্ছে। এতে করে পাঠদানে অনেক কষ্ট হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে অফিস সহকারী না থাকর কারণে প্রধান শিক্ষককে প্রতিষ্ঠানের যাবতীয় দাপ্তরিক কাজ করতে হচ্ছে। 

শিক্ষকরা অনেক বঞ্চনার শিকার। সেইসঙ্গে আছে তাদের পুঞ্জীভূত বেদনা। তবে এই পেশাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষা ক্ষেত্রে সব ধরনের সমস্যা দূর করে পরিকল্পিত শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। তা না হলে আমাদের এসজিডি অর্জনও বাধাগ্রস্ত হবে। শিক্ষকদেরকেও এই শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সন্মিলিত প্রয়াস প্রয়োজন। 

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ

সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! এবারও ভারতে ছাপা হবে ১ কোটি পাঠ্যবই - dainik shiksha এবারও ভারতে ছাপা হবে ১ কোটি পাঠ্যবই ইউজিসিতে দুইজন নতুন সদস্য - dainik shiksha ইউজিসিতে দুইজন নতুন সদস্য বুয়েটের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান - dainik shiksha বুয়েটের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ওবায়দুল ইসলাম - dainik shiksha উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ওবায়দুল ইসলাম ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে না দেয়ার হুঁশিয়ারি বদলি প্রত্যাশীদের - dainik shiksha ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে না দেয়ার হুঁশিয়ারি বদলি প্রত্যাশীদের নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে - dainik shiksha ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম - dainik shiksha প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0060949325561523