নরসিংদী সদরের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও শিক্ষক দম্পতির ছেলে সুপ্ত কর চলে গেছেন না ফেরার দেশে। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসা থেকে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলো সে। পরে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে পানিতে ডুবে যায়। তাকে পুকুর থেকে তুলে এলাকাবাসী নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুপ্ত কর সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শিক্ষক সুকমার চন্দ্র কর ও শিক্ষিকা স্বপ্না দাসের একমাত্র ছেলে।
জানা গেছে, সুপ্তর বাবা সুকমার চন্দ্র কর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মা স্বপ্না দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার সময় মা বাবা দুইজনেই স্কুলে ছিলেন। মা বাবা কেউ জানতো না তাদের একমাত্র ছেলে চলে গেছে না ফেরার দেশে। সুপ্তর অসময়ে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।
নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহাসহ শিক্ষকরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত হয়ে ওই শিক্ষক দম্পতিকে সান্তনা দেন।