১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষা ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা লিখিত পরীক্ষার অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন : শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল দেখবেন যেভাবে
ফল প্রকাশের বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করে বুধবার রাতে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, রাতে ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো শুরু হয়েছে।
জানা গেছে, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষার অংশ নেয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন প্রার্থী।
জানা গেছে, নির্ধারিত লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উভয় পরীক্ষাই স্থগিত করা হয়েছিলো। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।