১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রক্রিয়ার কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতোমধ্যে ওএমআর শিট স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, এখন শেষ মুহূর্তের যাচাই বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাচ্ছে সরকারি প্রতিষ্ঠানটি। চলতি মাসেই এ পরীক্ষার ফল প্রকাশ হবে বলে আশা করছেন কর্তারা।
এদিকে সাড়ে তিন বছর আগে শুরু হওয়া এ নিবন্ধন প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে চাচ্ছে সরকারি সংস্থাটি। তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভাইভা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। এনটিআরসিএ’র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন ও প্রার্থীদের সনদ দেয়ার কাজটি করে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখা। শিক্ষক নিবন্ধনের ফলের বিষয়ে জানতে চাইলে এ শাখার পরিচালক মো. আবদুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রার্থীদের ওএমআর স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। স্ক্যান করা ওএমআরের নম্বরও সার্ভারে ইনপুট হয়েছে। এখন আমরা শেষ মুহূর্তে যাচাই বাছাইয়ের কাজ করছি। কোনো প্রার্থীর ওএমআরে নম্বর তোলা হয়নি এমন আছে কি না বা কারো ওএমআর স্ক্যানিংয়ে বাদ পড়েছে কি না সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
কবে নাগাদ প্রার্থীর ফল পেতে পারেন-এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, যাচাই শেষে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললে ফল প্রকাশ করা হবে। চলতি আগস্ট মাসেই ফল প্রকাশের পরিকল্পনা আছে।
কতোজন প্রার্থী নিবন্ধিত হতে পারেন জানতে চাইলে এ কর্মকর্তা আরো বলেন, শিক্ষক নিবন্ধনের ফল প্রক্রিয়ার কাজটি আমরা প্রযুক্তির সহায়তায় সার্ভারের মাধ্যমে করে থাকি। এতে হস্তক্ষেপ বা কতোজন নির্বাচিত হচ্ছেন তা আগে থেকে জানার সুযোগ নেই। ফল প্রকাশের অনুমতি পাওয়ার পর মূলত প্রার্থী নির্বাচনের কাজটি শুরু হয় সার্ভারে। তাই আগে থেকে বলতে পারার সুযোগ নেই কতোজন নির্বাচিত হচ্ছেন। সার্ভারে প্রক্রিয়াটি শুরু হওয়ার পর হয়তো ২-৩ ঘণ্টা সময় লাগবে। আর উত্তীর্ণ প্রার্থীরাও স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাবেন।
মৌখিক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে দ্রুত মৌখিক পরীক্ষা শুরু করার। ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে ভাইভা আয়োজন করা হবে।
এদিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যান এনামুল কাদের খান আগামী ডিসেম্বর মাসে অবসরে যাচ্ছেন। এ পরিস্থিতিতে সংস্থাটি চাচ্ছে সাড়ে তিন বছর আগে শুরু হওয়া ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম তিনি অবসরে যাওয়ার আগেই শেষ করতে। ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের নিবন্ধন সনদ দিয়ে জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।
২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির থাবায় তা সম্ভব হয়নি।
গত ৫ ও ৬ মে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হতো। গত ৫ জুলাই সে ৬০ দিন পূর্ণ হয়েছে। কর্মকর্তারা বলছেন, পরীক্ষকরা ঠিক সময়ে খাতা দেখে জমা না দেয়ায় সে লক্ষ ঠিক রাখা সম্ভব হয়নি। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৫ ও ৬ মে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হতো। গত ৫ জুলাই সে ৬০ দিন পূর্ণ হয়েছে। কর্মকর্তারা বলছেন, পরীক্ষকরা ঠিক সময়ে খাতা দেখে জমা না দেয়ায় সে লক্ষ ঠিক রাখা সম্ভব হয়নি।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।