পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি বিএডিসির নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার হালদারের ভাই সন্তোষ কুমার হালদার প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। যদিও ম্যানেজিং কমিটির সভাপতি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে, এ নিয়োগের পরীক্ষা হলেও কোনো প্রার্থীকেই নিয়োগ সুপারিশ করেনি নিয়োগ কমিটি।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিক সদস্য জানান, গত ৮ জুলাই ওই দুই পদের নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ওই সব পদের প্রার্থীদের কাছ থেকে ম্যানেজিং কমিটির সভাপতি বিএডিসির নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার হালদারের ভাই সন্তোষ কুমার হালদার মোটা অংকের ঘুষ নিয়ে ভাইয়ের মাধ্যমে তাদের চাকরি দেয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে অন্য সদস্যরা সভাপতির কাছে লিখিত অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বরং নিয়োগ দেয়ার চেষ্টা চালাচ্ছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি তার সব অভিযোগ অস্বীকার করেন।
ওই নিয়োগ কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ারা কেউই লিখিত পরীক্ষায় পাস করেননি। আর প্রধান শিক্ষক পদে মৌখিক পরীক্ষায় ২ জন অংশ নিয়েছেন। এ অবস্থায় নিয়োগ দেয়া বৈধ না। তাই নিয়োগ দিতে কাউকে সুপারিশ করা হয়নি।