শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও ইনডেক্সধারী ভেবে রোল নম্বর ব্লকসহ নানা জটিলতায় পড়া ৫৫ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের প্রাথমিক সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার রাতে ওইসব প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এদিন মধ্যরাতে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে এনটিআরসিএর এক কর্মকর্তা।
তিনি জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন কারণে সুপারিশ পাননি বলে কিছু প্রার্থী অভিযোগ তুলেছিলেন। রোল নম্বর ব্লকসহ নানা কারণে তারা নিয়োগ সুপারিশ পাননি। তাদের নিয়োগের প্রাথমিক সুপারিশ বা নির্বাচন করা হয়েছে। তাদের অভিযোগ যাচাই বাছাই শেষে সত্যতা পাওয়ায় ৫৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচিত করে প্রাথমিক সুপারিশের এসএমএস সোমবার রাতেই পাঠানো হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে সোমবার নিয়োগের প্রাথমিক সুপরিশ পাওয়া প্রার্থী শাহরিয়ার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাথমিক নির্বাচনের এসএমএস পেয়েছি। আবেদন করেও প্রথমে নিয়োগ সুপারিশ পাইনি। মেধা তালিকায় আমার পেছনে থাকা প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। পরে জানতে পারি ইনডেস্কধারী ভেবে আমার রোল ব্লক করাছিলো। এ বিষয়ে এনটিআরসিএতে অভিযোগ দিয়েছিলাম। অবশেষে সোমবার রাতে নির্বাচনের এসএমএস পেয়েছি। তবে, অভিযোগ করেও অনেকে প্রাথমিক সুপারিশ পাননি বলে জানতে পেরেছি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।