বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি এখনো পায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তাই খসড়া প্রস্তুত হলেও বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির খসড়া আমরা প্রস্তুত করে রেখেছি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি আমরা এখনো পাইনি। মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। তবে, আমাদের সার্বিক প্রস্তুতি আছে।’
এর আগে কর্মকর্তারা চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছিলেন। তারা বলেছিলেন, মন্ত্রণালয়ের অনুমতি ও ১৩তম নিবন্ধিতদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় সংক্রান্ত জটিলতা নিরসনের অপেক্ষায় তারা আছেন। এ জটিলতাগুলো নিরসন হলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘মামলা সংক্রান্ত যে জটিলতাকে এখন প্রার্ধন্য দেয়া হচ্ছে না। আমার মূলত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মনে হচ্ছে এ বিষয়ে মন্ত্রণালয়ের অনীহা আছে। আমরা কয়েকদফা সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি মেলেনি।’
মন্ত্রণালয়ের অনুমতি পেলে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৭০ হাজার শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ করে তা যাচাই বাছাই করা হয়েছে। গত নভেম্বরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হলেও সে লক্ষ্য ঠিক রাখতে পারেনি এনটিআরসিএ। সর্বশেষ কর্মকর্তারা চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যের কথা জানিয়েছিলেন দৈনিক শিক্ষাডটকমকে। কিন্তু এ সপ্তাহেও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
এদিকে প্রার্থীরা দ্রুত শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাচ্ছেন। তারা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষায় আছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।