সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছেন বাদ পড়া প্রতিবন্ধী প্রার্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষক পদে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেয়ার জন্য জোর দাবি জানান।
এসময় দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রার্থী কামাল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৭ হাজার নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও খুব কম সংখ্যক প্রতিবন্ধী প্রার্থীরা নির্বাচিত হননি। আমরা নিয়োগের দাবি জানাচ্ছি। ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে আমাদের নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছি।
সাজ্জাদ হোসেন নামের অপর এক প্রতিবন্ধী প্রার্থী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ কোটা থাকার কথা থাকলেও সেখানে কোন প্রতিবন্ধী কোটা রাখা হয়নি। অথচ অন্যান্য কোটা বহল ছিলো। যাদের জন্য প্রয়োজন তাদের এদেশে কিছু থাকে না। আর যাদের প্রয়োজন হয় না তাদের না চাইতেই অনেক বেশি কিছু দেয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি শিক্ষক নিয়োগে এক শতাংশ কোটাও বরাদ্দ থাকতো তাহলে হয়তো কোন প্রতিবন্ধী ব্যক্তি বাদ পরতেন না।
পার্থ প্রতিম মিস্ত্রি নামের অপর চাকরি প্রার্থী বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী উপযোগী কোন কাজে নিযুক্ত হতে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তার প্রতি বৈষম্য করা বা তাকে বাধাগ্রস্ত করা যাবে না।
মানববন্ধনে প্রতিবন্ধী প্রার্থীলা, শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থীদের কর্মসংস্থানে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষক পদে নিয়োগের দাবিতে কঠোর কর্মসূচি দেবেন বলেও ঘোষণা দেন তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।