দৈনিক শিক্ষাডটকম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেছেন, আমাদের যেকোনো কাজই পরিকল্পনামাফিক করতে হবে যা হবে গবেষণাভিত্তিক, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় বেশি করে মনোনিবেশ করা দরকার।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল আয়োজিত রিসার্চ প্রোপোজাল রাইটিং শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
ওয়ার্কসপে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন অনুষদের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা অংশগ্রহণ করেন।